আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ। সোমবার তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। আরজি করের আর্থিক অনিয়মের মামলায় হাতে হাতকড়া পড়েছে তাঁর। এরপর ২৪ ঘণ্টাও কাটেনি। মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে অগ্নিকাণ্ডের খবর সামনে এল।নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতর রয়েছে। ক্যামাক স্ট্রিটের কাছেই এই অফিস। আজ সকালে এই বিল্ডিংয়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের কোয়ার্টার্সে আগুন লাগে। সেই আগুন আশেপাশে ছড়ানোর আগেই স্থানীয়রা ব্যবস্থা নেন। সেই সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে।ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। তবে স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে বলে খবর। ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল সেটা এখনও পরিষ্কার নয়।
তবে জানা যাচ্ছে, সেখানে দু’টি সিলিন্ডার এবং ওভেন রয়েছে। রান্না করতে গিয়েই এই ঘটনা ঘটেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। দফতরের দূরত্ব অনেকখানি বলে জানা যাচ্ছে। গতকাল গ্রেফতার হওয়ার পর বর্তমানে কেন্দ্রীয় এজেন্সির দফতরেই রয়েছেন সন্দীপ সহ বাকি ৩ জন। তবে নিজাম প্যালেসেই সিবিআই দফতর হওয়ার কারণে সেখানে অগ্নিকাণ্ডের খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। শনি-রবি ‘ব্রেক’ ছিল। সোমবার ফের তাঁকে তলব করা হয়। সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপকে। এরপর তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয় তাঁর গ্রেফতারির খবর। আর্থিক দুর্নীতির মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সন্দীপ ছাড়াও রাতে সিবিআই আরও ৩ জন কে গ্রেফতার করেন। আফসার আলি, সুমন হাজরা এবং বিপ্লব সিংহকেও গ্রেফতার করেছে তদঙ্কারী সংস্থা। এদের মধ্যে সুমন এবং বিপ্লব হাসপাতালের ভেন্ডর এবং আফসার সন্দীপের দেহরক্ষী।