আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- হুগলি জেলার অন্তর্গত চন্দননগর রেলওয়ে স্টেশনের পক্ষ থেকে রেলের জায়গায় বসবাসরত সকল ব্যবসা দার ও হকারদের হাতে নোটিশ ধরানো হয়,হকার উচ্ছেদের। না উঠলে দোকান ভাঙ্গা হবে আজ শুক্রবার ১৯ তারিখ তার প্রতিবাদে সকাল থেকে চন্দননগর স্টেশন সংলগ্ন হকার ইউনিয়নের পক্ষ থেকে হকার উচ্ছেদের বিরুদ্ধে ও পুনর্বাসন না দিয়ে কাউকে সড়ানো যাবে না। এই দাবি তুলে সকলে ভারতের জাতীয় পতাকা সহ প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন।একই সাথে পুরো এলাকা বিভিন্ন পোষ্টার মারা হয় হকারদের পক্ষ থেকে। চন্দননগর রেল হকার ইউনিয়ন সেক্রেটারির দাবি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি ও হুশিয়ারি দিলেন চন্দননগর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে।আজ এই বিক্ষোভ চলাকালীন কোনরকম রেল পুলিশ বা স্টেশন মাষ্টারকে দেখা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *