আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, হুগলী:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শুক্রবার হুগলি জেলা পোলবা দাদপুর ব্লক কৃষি খামার প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে বিরসা মুন্ডার ১৫০-তম জন্ম দিবস পালিত হলো। এর উদ্বোধন করেন কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিরসা মুন্ডার জন্ম দিবসে উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীন পুলিশের এসপি কামনাশিস সেন, হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি, মিতালী বাগ, বিধায়ক অসিত মজুমদার, অসীমা পাত্র, তপন দাশগুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহকারি সভাধিপতি কৃষ্ণ চন্দ্র সাঁতরা, মৎস্য ও পূর্ত কর্মদক্ষ নির্মাল্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা টিয়া পাত্র,সহ জেলার অন্যান্য সকল সদস্য এবং সদস্যাগণ উপস্থিত ছিলেন। প্রথমে প্রদীপ প্রজ্জলন করে শুভ সূচনা করেন জেলা শাসক এবং পুলিশ কমিশনার। বিরসা মুন্ডার জন্ম দিবস উপলক্ষে এখানে নানা রকম সংস্কৃতি অনুষ্ঠান, নাচ গান এবং সাউতাল নৃত্য অনুষ্ঠিত হয়।