আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কার্যত নাম না করে খোঁচা দিয়েছিলেন যে বানভাসি এলাকায় দেখা যাচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে(Abhijit Gangopadhyay)। অবশেষে দেখা মিলল বিজেপি এমপি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। রেখে দেবেন। একবার দুবারে তো হবে না। দুতিন বারে হয়তো দিতে হবে। তারপর যদি কাজ না হয় আমি এখানে তাঁবু খাটিয়ে অনশনে বসব। এদিকে অভিজিৎ গাঙ্গুলির এই অনশনের হুঁশিয়ারি শুনে এক দুর্গত ব্যক্তি বলেন, অনশন না করে কাজটা শুরু করুন।

এটা শুনে কার্যত বড় অস্বস্তিতে পড়েন অভিজিৎ গাঙ্গুলি। তখন তিনি বলেন, আমি তো কলার ধরে টেনে আনতে পারি না। প্রয়োজনে মামলা করব। এদিকে এলাকায় অবৈধ নির্মাণ নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। এমনকী এই নির্মাণের পেছনে সব দলের লোকজন রয়েছেন বলেও খবর। এসব শুনে দ্রুত এলাকা ছাড়েন অভিজিৎ।

Abhijit Gangopadhyay

প্রসঙ্গত কোলাঘাট ব্লকের দেরিয়াচক গ্রামে বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি। একাধিক দুর্গত পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। তাঁদের সমস্যার কথা তিনি শোনেন। এমনকী কাজ না হলে অনশনে বসার কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে তাঁর এই কথা একেবারেই মানতে চাননি স্থানীয়রা। তাঁরা একেবারে মুখের উপর জবাব দিয়ে দেন। তাঁরা বলেন অনশন না বসে কাজটা যাতে হয় সেটাই দেখুন।

এর আগে কোলাঘাটে বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন কুণাল ঘোষ।