আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- দীর্ঘদিন গরু পাচার মামলায় নাম জড়িয়ে ছিল অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)। সেই ঘটনার তদন্তে নেমে ২০২২ সালের অগস্টে বীরভূমের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআইয়ের একটি দল গিয়ে অনুব্রত মণ্ডলকে বাড়ি থেকে গ্রেফতার করেছিল। তা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। সেই গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত, তবে এখনই জেলমুক্তি পাচ্ছেন না তৃণমূল নেতা। অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা। তাঁর জামিনের মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত মামলায় মঙ্গলবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল।