আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :বীরভূম:- বীরভূম(Birbhum) জেলা সফরে মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে জেলা জুড়ে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বেলা এক’টায় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক। তার আগে বীরভূম জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ ঘুরে দেখলেন সোমবার। এদিন প্রশাসনিক বৈঠকের পরে রাতে রাঙাবিতান গেস্ট হাউসে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে।অনুব্রত মণ্ডলও একইদিনে জেলায় ফিরছেন। তিহার থেকে মুক্তি পেতে পারেন আজ রাতেই। এরপর সোজা কলকাতা, সেখান থেকে রাতেই ফিরতে পারেন বীরভূম। অনুব্রত মণ্ডলের জামিনে খুশির হাওয়া বইছে বোলপুর-সহ গোটা বীরভূমে। গৃহকর্তা ফেরার অপেক্ষায় নিচুপট্টির মণ্ডলবাড়ি। বীরভূম জেলা তথা বোলপুরে চারিদিকে অনুব্রত মণ্ডলের ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

Anubrata Mandal

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলায় বরণ করে নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।কেষ্ট ফিরবেন বীরভূম তাই পরবর্তী পরিস্থিতিতে দলের পদক্ষেপ ঠিক করতে জরুরি বৈঠকে তৃণমূলের বীরভূমের নেতারা। অনুব্রতর অনুগামী বলে পরিচিতরাই বৈঠক করেন। তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলর প্রত্যাবর্তণকে স্বাগত জানিয়ে তোরনেও সেজেছে বোলপুর। বিশাল কাটআউট লেগেছে তোরণে। সেখানে হাত তুলে দাঁড়িয়ে অনুব্রত ওরফে কেষ্ট। দিল্লি পৌঁছে গিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। কেষ্ট যখন জেল থেকে বেরোবেন তখন গেটেই তাঁর অপেক্ষায় থাকার কথা। সেখানে থাকতে পারেন অনুব্রত কন্যা সুকন্যাও। দিল্লিতে রয়েছেন প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কেরিম খান ও জেলা পরিষদ সদস্য প্রদীপ ভকত।