আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, কলকাতা:-‌ পদ্ম শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জল্পনা চলছে বেশ কয়েকজন ‘হেভিওয়েটে’র নাম নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।চব্বিশের লোকসভা ভোটে বাংলায় সার্বিকভাবে খারাপ ফলাফল করলেও পূর্ব মেদিনীপুরের দু’টি আসনেই জয়ী হয়েছে পদ্ম শিবির। কেউ কেউ মনে করছেন, সেই কারণে এবার রাজ্য সভাপতির পদে বসানো হতে পারে শুভেন্দু অধিকারীকে। যদিও তাঁকে রাজ্য সভাপতি করা হলে রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন সেটাও ভাবতে হবে পদ্ম শিবিরকে।

BJP West Bengal

কারণ বিরোধী দলনেতা হিসেবে নিজের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন শুভেন্দু। তাই তাঁর বিকল্প খোঁজাটা সহজ হবে না বলে মনে করছেন অনেকে।এদিকে এবারের লোকসভা ভোটে পরাজিত হলেও, দিলীপ জমানায় ২০১৯ লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করেছিল গেরুয়া শিবির। ফলে দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে অনেকের অনুমান। এছাড়া বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে আসছে শমীক ভট্টাচার্য, জ্যোতির্ময় সিং মাহাতোদের নাম।অন্যদিকে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হলেও বঙ্গ বিজেপির অন্যতম মুখ লকেট চট্টোপাধ্যায়। মহিলা মুখ হিসেবে তিনিও ‘লড়াই’য়ে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। একইসঙ্গে জল্পনা চলছে দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল-দের নাম নিয়েও খুব শীঘ্রই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।