আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- সদ্য কেটেছে লোকসভা নির্বাচন। আর রাজ্যে উঠেছে সবুজ সুনামি। উপনির্বাচনের সাফল্যও সবুজ শিবিরকে জুগিয়েছে বাড়তি অক্সিজেন। রাজ্য জুড়ে এখন শুধুই মা-মাটি-মানুষ। লোকসভা ভোটে বিপুল জয়ের পর রাজ্যের সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিয়েছেন মমতা।পাল্লা দিয়ে শুরু হয়েছে কড়াকড়িও। এরই মাঝে শোনা যাচ্ছে আজকালের মধ্যে মন্ত্রিসভা ও প্রশাসনে ছোটখাটো বদল আনতে পারেন (Cabinet Reshuffle) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মন্ত্রিসভায় রদবদলের পথে মমতা।১৫ অগস্টের আগেই সরকার ও সংগঠনে রদবদল আনতে পারেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, রদবদলে কারও ওপর আরও দায়িত্ব যেমন দেওয়া হবে তেমনি কারও দায়িত্ব কমানোও হতে পারে। তবে এই বদলে নতুন কোনও মুখ হয়তো মন্ত্রিসভায় আনা হবে না।সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো একটা রদবদল হতে চলেছে।

বর্তমানে ২১ জুলাই শহিদ সমাবেশের আয়োজন নিয়ে গোটা দলের ব্যস্ততা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে তার পরেই রাজ্য মন্ত্রিসভায় এই রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এবার মন্ত্রিসভায় নতুন কোনও মুখ জায়গা পাচ্ছেন না বলেই জানা যাচ্ছে। কেবল মাত্র দায়িত্বের অদল বদল করা হতে পারে সূত্রের খবর।যদিও মন্ত্রিসভায় নতুন কোনও মুখ আনা হবে না একথা চূড়ান্ত ভাবাও ঠিক নয়। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় ছোটোখাটো রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, প্রদীপ মজুমদার ও অরূপ রায়ের দপ্তর পরিবর্তন করা হয়েছিল। রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকেরও দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল। উল্লেখ্য, বর্তমানে রেশন দুর্নীতির দায়ে জেলবন্দি জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু।