আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- মগরাহাট থানার মহোনপুর অঞ্চলের চকেশ্বরী গ্রামের দক্ষিণে রামনাথপুর মোড় সংলগ্নে শালিকা গ্রামের জনৈক ব্যক্তি একটি “বারকাম মদের দোকান” করার উদ্যোগ নিয়েছে। স্থানীয় সূত্রে খবর প্রায় এক বছর আগে থেকে দোকানটি করার প্রচেষ্টা শুরু হয়।এই দোকানটি যেখানে হচ্ছে ডানে ও বামে সন্নিকটে, রামনাথপুর, আলাবেড়িয়া দুটি প্রাথমিক স্কুল আছে। শীতলা মায়ের, রক্ষাকালী মায়ের দুটি মন্দির আছে।তার সামনে রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক’শ ছাত্রছাত্রী মা বোনসহ সাধারণ মানুষ যাতায়াত করে। মোদের দোকানটি এখানে হলে অসামাজিক লোকজনের আনাগোনা বাড়বে, ঘরে ঘরে কলহ অশান্তি বাড়বে।নেশাগ্রস্ত মানুষের যান -চালনার ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়বে। এলাকার বেকার যুবকরা ব্যাপক হারে মদের কবলে পড়বে। এই সমস্ত নানা আগামী আশঙ্কার কারণে শুরু থেকেই এলাকার মা বোন, ছাত্র-ছাত্রীরা কমিটি করে আন্দোলন করছে। ইতিপূর্বে একাধিকবার বিক্ষোভ মিছিল হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে।

Civil Convention

অন্যদিকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গণস্বাক্ষরিত দাবি পত্র নিয়ে প্রতিনিধি ডেপুটেশনও হয়েছে। আন্দোলনের ফলে দোকান করার প্রক্রিয়া সাময়িক সাময়িক থমকে গেলেও নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর, সমাজবিরোধীদের মদতে পুনরায় দোকানটি চালুর ভাবনা নিয়ে পরিকাঠামো প্রস্তুত- এর কাজ শুরু হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে মালিকপক্ষ দোকানটি করেই ছাড়বে,ফলে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে। আট- দশটি গ্রামের সাধারণ মানুষ প্রচন্ড বিক্ষোভে ফুঁসছে, যে কোন সময় ধুমায়িত বিক্ষোভ বিস্ফোরণের মতো ফেটে পড়তে পারে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ২২শে জুলাই বিকাল ৩ টায়, রামনাথপুর মোড়ে এক মহতি নাগরিক কনভেনশন(Civil Convention) অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে প্রায় সাত- আট’শ মানুষের উপস্থিতি ছিল, বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কনভেনশনে সভাপতিত্ব করেন মন্টু মণ্ডল, এখানে নাগরিক সমাজের বহু বিশিষ্ট মানুষ বক্তব্য রাখেন কনভেনশন শেষে ধামুয়া দক্ষিণ- আমড়াতলা- মোহনপুর নাগরিক কমিটি গঠিত হয়। এই কমিটির নেতৃত্বে আগামীতে মদসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন চলবে। সবশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে কনভেনশন সমাপ্তি হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মদ বিরোধী আন্দোলন কমিটির পক্ষে অশোক পর্বত, অজয় কয়াল তারক নস্কর প্রমুখ।