আপডেট প্রতিদিন, পশ্চিম মেদিনীপুর, বেবি চক্রবর্ত্তী:-পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গু আতঙ্ক, ঘাটাল ব্লকে ডেঙ্গু(Dengue virus) আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম প্রমিলা ভূঁইয়া (৬০)। ঘাটাল মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা, কমরা, সোয়াই এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এলাকায় ১৫ জনেরও বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং অস্থায়ী মেডিকেল ক্যাম্পও বসানো হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, বন্যার জল কমতেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল জানিয়েছেন, প্রমিলা ভূঁইয়ার শরীরে অন্যান্য জটিল রোগও ছিল।তবে ডেঙ্গু জ্বরই তার মৃত্যুর প্রধান কারণ বলে অনেকেই মনে করছেন।
বন্যার পর জমে থাকা জলে মশার প্রজনন বেড়েছে, যার ফলে ডেঙ্গুর সংক্রমণের ঝুঁকি বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্নতার অভাব এবং সচেতনতার কমতিও ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম কারণ।