আপডেট প্রতিদিন, হুগলি, বেবি চক্রবর্ত্তীঃ- একুশে জুলাই এর শহীদ সমাবেশ উপলক্ষে তার দুদিন আগে থেকেই অর্থাৎ শুক্রবার থেকেই আরামবাগ , খানাকুল কামারপুকুর সহ বাসস্ট্যান্ডে থেকে রুটের বাস তুলে নেওয়া হয়েছে l যার ফলস্বরূপ নিত্য দিনের যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছে l এবং এরই পাশাপাশি বিগত কিছুদিন আগে থেকেই বিভিন্ন কলেজের পরীক্ষা চলছে, সেই কলেজ পড়ুয়াড়া, তারা নিত্যদিনের মতোই ,বাসে যাতায়াত করে সেই সেন্টারেতে পৌঁছায় l কিন্তু হঠাতে আজ থেকেই বাস তুলে নেওয়ায় তারাও সংকটের মধ্যে পড়েছে l নাজিয়াল হয়ে যাচ্ছে পরীক্ষার্থীরাও l কিন্তু নিশ্চুপ প্রশাসন l পরীক্ষার্থীরা বলেন সরকারের কোন মিটিং এলেই একাধিক বাস তুলে নেয়া হয়, যার ফলে সাধারণ মানুষেরা থেকে শুরু করে আমরাও নাজিয়াল হয়ে পড়ছি। ভোগান্তির শিকার হচ্ছি l তাদের মিটিং এলেই এইসব দেখতে পাওয়া যায় l অর্থাৎ তাদের কার্যসিদ্ধি যেন লাভ হয়, কিন্তু একবারও কি সরকার ভেবে দেখেছেন ! যে সাধারণ মানুষরা কিভাবে তারা কর্ম করবেন ? কিভাবে নিত্যদিনের কাজগুলো করবেন ? যদি এরকম ভাবে বাস গুলি তুলে নেয়া হয় l বা আমরা পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দিতে যাব ?
সঠিক সময়ে কিভাবে পৌঁছাব যদি এরকম সমস্যার সম্মুখীন হতে হয় ? যার ফলে আমাদের মেধা নির্ধারিত হবে l কিন্তু এরকম ভাবে সমস্যা সৃষ্টি হলে , ভোগান্তির শিকার হলে ,আমরা কি করে পরীক্ষা দিয়ে যাব ? শুধু আমরাই নয় , প্রত্যেক দিনের মতো যাত্রীরা নানা সমস্যার মধ্যে পড়ে l যখনই মিটিং মিছিল দেখতে পাওয়া যায় সরকারের l সরকার কি এই দিনগুলোতে কোন লাল কালির দাগ থাকে ক্যালেন্ডার এ l ছুটি দিয়ে দেয় তা কিন্তু নয় , তাহলে যদি ছুটি দেওয়া না থাকে তাহলে সরকার অঘোষিত ছুটির দরুন তাদের নিজেদের কার্যকলাপ সিদ্ধ করতে হবে l তাতে মানুষ বাঁচুক ,মরুক, তাদের বিভিন্ন কাজ আটকে যাক l তাদের কোন দায়বদ্ধতা নেয়। এই হচ্ছে সরকার এবং আজকের দিনেতে আমরা পরীক্ষার্থী বাস পাইনি, টোটোদেরকে যখন বলছি যেতে l তারা অতিরিক্ত টাকা তারা চেয়ে বসছে। একটা মধ্যবিত্ত পরিবার থেকে কিভাবে ওই টাকা ব্যয় করে নির্দিষ্ট পরীক্ষার সেন্টারে পৌঁছানো যায় l একবারও কি সরকার এই বিষয়ে ভেবে দেখেছে l তাহলে হয়তো আজ এরকম সমস্যার মধ্যে পড়তে হতো না। হয়তো কিছু বাসের ব্যবস্থা করত l কিন্তু কোন কিছু এখনো পর্যন্ত আমরা পাইনি। সরকারের কোন মিটিং মিছিল থাকলে সেই দিনগুলিতে সরকার যাতে ছুটি মঞ্জুর করে দেয়। এই টা করা উচিত অন্তত ভোগান্তির শিকার মানুষরা যাতে না হয় l