আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- হুগলি মঙ্গলবার আরামবাগের করুনা সিনেমা হলে আগুন(Fire Accident) লেগে যাওয়া এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় যে সম্ভাবত এসি থেকে এই আগুন লাগে বলে জানা যায়। এই খবর পেয়ে দ্রুত করুণা সিনেমা হলে ম্যানেজার ফায়ার ব্রিগেড অফিসে খবর দেওয়া হয়। ফায়ার অফিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও পর্যন্ত পুরোপুরি ভাবে আগুন নিয়ন্ত্রণের মধ্যেই চলে এসেছে। ক্ষয়ক্ষতি কিছু হয়নি বা কোন ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয়নি। আগুন লাগার ফলে হল ঘরেতে ধোঁয়াই সৃষ্টি হয়। এরফলে গোটা হল ঘর ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। কিছু জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।

কিন্তু অতি দ্রুত দমকল বাহিনী আসায় জল দিয়ে সমস্ত কিছুই নিভিয়ে দেয়। করুন সিনেমা হলের ম্যানেজার শ্যামল বলেন যে এসি থেকেই এই বিপত্তি ঘটেছে। আমরা অতি দ্রুত দমকল বাহিনীকে কল করি উনারা অতি দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এবং এখন স্বাভাবিক পরিস্থিতিতেই আছে।