আপডেট প্রতিদিন, বেবী চক্রবর্ত্তী :- কলকাতা হাইকোর্টের(High Court) প্রশ্নের মুখে আবারও রাজ্য সরকার। এবার কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দেয় লালবাজার। আর এই সংক্রান্ত মামলায় শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরতদা শুরু হয় শুনানি। এই শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোহ আছে কিনা তা জানা দরকার না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে লালবাজারে তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় বউবাজার, হেয়ার স্ট্রিট, ট্রাফিক গার্ড এবং হেডকোয়ার্টার এলাকা হল ধর্মতলা কেন্দ্রিক।

High Court

সেই এলাকায় পাঁচ জনের বেশি জমায়েত করা যাবে না। এই নির্দেশিকা ২৫ শে সেপ্টেম্বর থেকে ২৩ শে নভেম্বর পর্যন্ত বলবত থাকবে বলে ও জানানো হয়েছিল।এই নির্দেশিকাকে কেন্দ্র কেন্দ্র করে একাধিক প্রশ্ন তৈরি হয়। আরজিকর সংক্রান্ত ঘটনার প্রতিবাদ পুজোর দিনগুলিতে হতে পারে। আর তা ঠেকাতেই কি কলকাতা পুলিশের এই বিজ্ঞপ্তি? রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয় এহানো বিজ্ঞপ্তির জন্য বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে অংশ নেন। দু’পক্ষের কথা শুনে বিচারপতি জানতে চান এই থানা এলাকাগুলিতে অনেক পুজো হয় সেগুলো কি হবে? এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী বলেন কে সি দাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত সব সময় ১৬৩ ধারা প্রয়োগ করা থাকে নভেম্বরেও হয়েছিল। এবার সেটার এক্সটেনশন করার পাশাপাশি বেন্টিঙ্ক স্টিক নতুন করে যুক্ত করা হলো। আগামী সোমবার আবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।