আপডেট প্রতিদিন, হুগলি, বেবি চক্রবর্ত্তী:- নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চাকা ছিটকে পড়ল পুকুরের জলে। তবে চালক শেখ শাহাবুদ্দিনের বুদ্ধির জেরে প্রাণ বাঁচল যাত্রীদের। ঘটনাটি হুগলির(Hooghly) চণ্ডিতলা কলাছড়া এলাকার ঘটনা।দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি বাস আরামবাগ ডিপো থেকে ধর্মতলায় যাওয়ার পথে হুগলির চন্ডীতলার কলাছড়া এলাকায় অহল্যা বাই রোডে আসতেই বিপত্তি। বাসের সামনের ডানদিকের চাকা খুলে বেরিয়ে যায়। আর সেটি গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে। পাশাপাশি চাকা খুলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই টলমল করতে শুরু বাস। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাস দাঁড় করিয়ে দেন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।