আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- বাংলা ভাগের চক্রান্ত নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার রাজ্য বিধানসভায় তিনি বলেন উত্তরবঙ্গ দীর্ঘদিন বঞ্চিত। বিজেপি সেইসব দেখে না। নির্বাচন আসলেই শুধু ভাগাভাগি প্রশ্ন। এছাড়াও ইন্দো ভুটান জয়েন্ট রিভার কমিশনের দাবিতে কেন্দ্রকে আর্জির আবেদন নিয়ে এদিন বিধানসভায় প্রস্তাব রাখা হয়। বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেন। বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে বলেও কার্যত তিনি সরব হন। এই বিষয়ে বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের বক্তব্যকে সমর্থন করে তিনি বলেছেন ” যথার্থ বলেছে। আমি সম্পূর্ণ সমর্থন করছি সুমন। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই বঞ্চিত”।
বিজেপি সেসব দেখেনা। নির্বাচন আসলেই ভাগাভাগির প্রশ্ন, বিভাজনের প্রশ্ন ওঠে। বাংলা ভাগ নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী আরো বলেন,” চার মন্ত্রী উত্তরবঙ্গ ভাগের কথা বলেছেন। ধিক্কার জানানো ছাড়া ভাষা নেই। আসুক বাংলা ভাগ করতে কি করে রুখতে হয় দেখিয়ে দেব”। এদিন মুখ্যমন্ত্রী বলেন ” ১লক্ষ ৬৩ হাজার ৭৬৪ কোটি টাকা উত্তরবঙ্গের জন্য খরচ করা হয়েছে। তাই পরিকাঠামো ঢেলে সাজানো হয়েছে। আর ওরা বলে কিছু হয় না” তিনি এই বিষয়ে ভোটাভুটির দাবি জানান। মুখ্যমন্ত্রী বলেন গণতন্ত্রের সিদ্ধান্ত কোন দিকে পড়ে দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল। ভাগাভাগির দল। আমি এদের মানিনা। অন্যদিকে ইন্দো ভুটান জয়েন্ট রিভার কমিশন নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন নীতি আয়োগের মিটিংয়ে এটা দিয়েই শুরু করেছিলাম।ইমিডিয়েট এটা করা উচিত বলে জানিয়ে আসি। বাংলা নদী মাতৃক দেশ। বাংলাদেশ, ভুটান, নেপাল সীমান্ত রয়েছে। তাদের সবটাই আমাদের সঙ্গে। তাদের জল আমাদের মধ্যে এসে পড়ে। তিনি বলেন, সুমন কাঞ্জিলাল দীর্ঘদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও বিধানসভায় তিনি এখনো বিজেপি বিধায়ক।