আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- মমতার ক্যাবিনেটে বড়সড় রদবদল, রাজভবনে ফাইল পাঠিয়েছে নবান্ন, কারা হচ্ছেন মন্ত্রীত্ব?লোকসভা ভোটে রাজ্যের ৪২টির মধ্যে ২৯টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। এর কয়েক মাস যেতে না যেতেই এবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল আসতে চলেছে বলে জানা গিয়েছে রিপোর্টে।রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। এমনিতেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি সংসদে গেছেন। তাই তাঁর জায়গায় নতুন মন্ত্রী আসতে পারেন। এছাড়াও সব মিলিয়ে মোট তিনটি দফতরে পরিবর্তন করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই আবহে মমতার মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।জানা গিয়েছে, ইতিমধ্যেই মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে।

Mamata Banerjee

সেই ফাইলে রাজ্যপালের স্বাক্ষর পড়লেই রদবদলে শিলমোহর পড়বে।এদিকে লোকসভা ভোটের সঙ্গে দুই বিধানসভা আসনের উপনির্বাচনের পরে জয়ী বিধায়কদের শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে অনেক টালবাহানার পরে শপথ নিতে পেরেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। আর সদ্য অনুষ্ঠিত চার আসনের বিধানসভা উপনির্বাচনেও বড় জয় পেয়েছে তৃণমূল। ৪টির মধ্যে ৪টি আসনেই ফুটেছে ঘাসফুল। বিধায়ক হয়েছেন বিজেপি থেকে আসা মুকুটমণি, কৃষ্ণ কল্যাণীরা। এছাড়া মানিকতলায় জয়ী সাধন পত্নী সুপতি পাণ্ডে। আর বাগদায় জিতেছেন মধুপর্ণা ঠাকুর।এইবার দেখার নতুন সদ্য জেতা বিধায়করা মন্ত্রীর চেয়ার পায় নাকি পুরনোরা পাবে ।