আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- আগামিকাল দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুধু তিনিই নন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও থাকবেন শনিবারের নীতি আয়োগের বৈঠকে। শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার রাজ্যের দাবি-দাওয়া দিয়ে সরব হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হতে চলা নীতি আয়োগের বৈঠকে। মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রায় সব কিছু ঠিকঠাক থাকলেও বৃহস্পতিবার শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই তাঁর নীতি আগে বৈঠকে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে শেষমেষ সেই ধোঁয়াশা কাটলেন মমতা নিজেই। মমতা জানিয়ে দিয়েছেন শনিবারের বৈঠকে তিনি যোগ দেবেন।