আপডেট প্রতিদিন, ময়নাগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- ময়নাগুড়িতে(Maynaguri) কংগ্রেস কর্মী মানিক রায়ের খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি তোলপাড়। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় দিন মিলে ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে। এরপরেই আমরা দেখিয়েছিলাম আতঙ্কে ভয়ে নিজের দুই ছোট শিশুকে নিয়ে মানিক রায়ের স্ত্রী ঘর ছাড়া হওয়ার প্রবণতা দেখায়। তারপরই জলপাইগুড়ি কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত নিতে পৌঁছায়।
অন্যদিকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানাতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে কংগ্রেস কর্মীদের তরফে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়।। আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিশেষ নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক বিশেষ প্রতিনিধি দল মৃত মানিক রায়ের বাড়িতে প্রথমে যায় তার স্ত্রীর সঙ্গে কথা বলে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে তার স্ত্রীকে ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে ময়নাগুড়ি থানায় যায়।