আপডেট প্রতিদিন, পশ্চিম মেদিনীপুর, বেবি চক্রবর্ত্তী:- ঘুমন্ত অবস্থায় বাবা মায়ের কাছ থেকে উধাও(Missing) দেড় বছরের শিশু পুত্র ! তিন দিন কেটে গেলেও সেই শিশুর কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডেবরায়। পাশাপাশি জানা গিয়েছে যে রবিবার গভীর রাতে ডেবরা থানার অন্তর্গত কিসমত ভুঁয়া গ্রামে একটি শিশু ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে শিশুটির কোনো খোঁজ মেলেনি। ঘটনার পরেই ডেবরা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে দম্পতি। নিখোঁজ হওয়া শিশুটির নাম কেশব সিং , বয়স আনুমানিক দেড় বছর।
শিশুটির বাবা-মা কিঙ্কর সিং ও গুরুবারি সিং সন্দেহ প্রকাশ করছেন, কেউ বা কারা তাদের শিশুকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেছে। এদিকে প্রতিবেশীদের ধারনা অনুসারে সোমবার বাড়ির সামনে পুকুরে তিনবার তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো অস্তিত্ব মেলেনি।গ্রামবাসীরাও শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় চিন্তিত। যদিও অভিযোগ দায়ের হওয়ার পরেই ডেবরা থানার পুলিশ শিশুটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। তথাপি ৩দিন কেটে গেলেও দেড় বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্যের জাল আরও ঘনীভূত হয়েছে।