আপডেট প্রতিদিন, শিলিগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের(Ramkrishna Mission) জমি দখল, জমি ফিরে পেতে মেয়রের দ্বারস্থ মিশনের সন্ন্যাসীরা। জানাগেছে, শিলিগুড়ি সাহুডাঙ্গির রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের প্রায় ১০ একর জমি রয়েছে মাটিগাড়া এলাকায়। মোট জমির মধ্যে কিছুটা দানের জমিও ছিল, তবে বাকিটা কেনা হয়েছিল কর্তৃপক্ষর তরফে। তবে সেই জমি বেহাত হয়ে যায় রাজ্যে বাম শাসনকালে। সেই সময় থেকেই জমি ফিরে পাওয়ার আশায় প্রহর গুনতে শুরু করেছে মিশন কর্তৃপক্ষ। জমির মিউটেশনের প্রসঙ্গ তুলে ধরে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সহ জেলা শাসকের কাছেও চিঠি পাঠানো হয়েছে। সর্বোপরি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। জমি ফিরিয়ে পেতে এদিন মেয়র গৌতম দেবের সাথেও দেখা করেন মিশন কর্তৃপক্ষ।
গৌতম দেব তাদের আশ্বস্ত করেছেন। তিনি জানান, বিষয়টি যথাপোযুক্ত স্থানে জানানো হবে৷ অন্যদিকে, মেয়রের তরফে আশ্বাস পেয়ে খানিকটা স্বস্তিতে মিশনের সন্যাসীরা। মেয়রের সাথে দেখা করার পর এদিন মিশনের তরফে স্বামী বিনয়ানন্দ জানান, প্রায় সমস্ত জমিই দখল হয়েছে। সেখানে গ্যারেজ, গুদাম গড়ে উঠেছে। ২৫ বছর আগে বিষয়টি নজরে আসে। তারপর থেকে জমি পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু হয়৷ সেই সময় থেকেই জমির মিউটেশনের আবেদন জানানো হচ্ছে। কিন্তু তা অবশ্য এখনও হয়নি। আশ্রম কর্তৃপক্ষের অভিযোগ তাঁদের অন্ধকারে রেখে কিছু জমি অন্যের নামে মিউটেশন হয়ে গিয়েছে। এক্ষেত্রে জাল নথি ব্যবহার করার অভিযোগ তুলে ধরা হয়েছে।