আপডেট প্রতিদিন, জলপাইগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- রাজ্যের স্বরাষ্ট্র, সাস্থ্য দফতরের পক্ষ থেকে কোনো এফ আই আর করা হয়নি কেনো? পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ আইনজীবীদের।বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবীদের একাংশ আর জি কর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা ছাত্রীর সঙ্গে নৃশংস ঘটনার(RG Kar Case) প্রতিবাদ জানিয়ে, প্রকৃত অপরাধীদের দের গ্রেফতারের দাবিতে আদালত চত্বর থেকে এক প্রতিবাদ মিছিল করে শহরের বেশ কিছু পথ পরিক্রমা করে।এই প্রসঙ্গে জেলা আদালতের প্রবীণ আইনজীবী নির্মল ঘোষ দস্তিদার ক্ষোভের সঙ্গে জানান,ঘটনার খবর পেয়ে ছুটে যাওয়া মেয়েটির মা বাবা কে তিন ঘণ্টা বসিয়ে রাখা এবং রাজ্যের স্বরাষ্ট্র এবং সাস্থ্য দফতরের পক্ষ থেকে কোনো এফ আই আর না করা থেকেই ঊঠছে নানান প্রশ্ন, এ কোন সমাজে বসবাস করছি আমরা, রাজ্যে সরকারের এই ভূমিকা লজ্জা জনক।