RG Kar Incident

আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- আর জি কর কাণ্ডে(RG Kar Incident) এবার সিবিআই এর সেই মুখোমুখি ‘রহস্যময়ী’ মহিলা। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার অ্যাসিসট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ শুরু করল করল সিবিআই। তিলোত্তমার বাবা-মায়ের অভিযোগ অনুসারে, ফোন করে প্রথমে মেয়ের অসুস্থতার কথা বলেন আরজি করের মহিলা অ্যাসিসট্যান্ট সুপার।পরে ফোন করে আত্মহত্যার কথা বলেন তিনি। এবার সেই মহিলাই এজেন্সির স্ক্যানারে।এর আগের শুনানিতে এই মহিলার ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।তিলোত্তমা মামলার দ্বিতীয় শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিবলকে প্রশ্ন করে বিচারপতি পর্দিওয়ালা বলেন, ‘কে এই অ্যাসিস্ট্যান্ট সুপার? তিনি মহিলা না পুরুষ?’ উত্তরে একটু সময় নিয়ে সিব্বল বলেন, “তিনি একজন মহিলা।” এরপরই জাস্টিস পর্দিওয়ালা বলেন, “ওনার আচরণ অত্যন্ত সন্দেহজনক। ওনার এই রকম আচরণের পেছনে কারণ কী?

RG Kar Incident


এদিকে আবার এই ঘটনার মধ্যেই তিনটি অডিয়ো ভাইরাল হয়। সেখানে তরুণী চিকিৎসকের বাবার সঙ্গে অ্যাসিসট্যান্ট সুপারের কথোপকথন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে প্রথমে বলা হচ্ছে, ‘আপনাদের মেয়ে অসুস্থ। তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন’। আর দ্বিতীয়বার ফোন করে বলা হচ্ছে, ‘ আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। মারা গেছে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন হাসপাতালে চলে আসুন।এদিকে যেই অ্যাসিসট্যান্ট সুপারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে তার দাবি, চিকিৎসকের দেহ উদ্ধার হওয়ার পর সেখানে অনেক ছাত্র -ছাত্রী এবং আধিকারিকরা ছিলেন।সিবিআই এর কাছে তিনি দাবি করেন, ওই রকম পরিস্থিতিতে ঘাবড়ে গিয়েই আত্মহত্যার কথা বলে দিয়েছিলেন তিনি। এমনটাই দাবি করেছেন অ্যাসিসট্যান্ট সুপার।