আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- শুক্রবার ভোর রাতে হাসপাতালেই খুন হন এক তরুণী চিকিৎসক ৷ যা নিয়ে আরজি কর তো বটেই রাজ্যের অন্য মেডিক্যাল কলেজ হাসপাতালেও বিক্ষোভ দেখান জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা ৷ এরপরই রবিবার কড়া পদক্ষেপ করল নবান্ন এবং স্বাস্থ্য ভবন। বদলে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের(RG Kar Medical College) উপাধ্যক্ষকে। হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দায়িত্বে আনা হলো আরজি কর মেডিক্যাল কলেজের ডিন বুলবুল মুখোপাধ্যায়কে।অন্যদিকে এই সঞ্জয় বাশিষ্ঠকে পাঠানো হলো ন্যাশলনাল মেডিক্যাল কলেজে । এমনটাই সূত্রের খবর। প্রসঙ্গত, পড়ুয়া মৃত্যুর ঘটনায় বুলবুল মুখোপাধ্যায়ের নেতৃত্বেই গড়ে উঠেছিল হাসপাতালের ১১ জনের তদন্ত কমিটি।
এবার তাঁর উপরেই দেওয়া হল উপাধ্যক্ষের দায়িত্বও।যদিও এরপরও আন্দোলনের রাস্তা থেকে সরে আসছেন না জুনিয়র চিকিৎসকরা ৷ আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানিয়েছে হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রবিবারও রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে কর্ম বিরতিতেই রইলেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। অবশেষে তাই হাল ধরতে সিনিয়র চিকিৎসকদের কড়া বার্তা স্বাস্থ্য ভবনের।আন্দোলনে নেমেছেন রাজ্যের প্রায় সবকটি সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তারই সঙ্গে মেডিকেল সুপারের পদত্যাগের দাবিও করেছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের আন্দোলনকারী চিকিৎসকেরা।সেই মতো বদলও করা হল সুপারকে ৷ এরপরও অবশ্য জুনিয়র চিকিৎসকদের আন্দোলন এখনই শেষ হয়ে যাচ্ছে না।