আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- আরজি কর(RG Kar Medical College) কাণ্ডে সারা দেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে। এবার রবিবার দুপুরে রাজারহাটের একটি শপিংমলে বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে আরজিকর ইস্যুতে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের সামনে তিনি বলেন, ” খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, ন্যাক্কারজনকও বটে। এমন অপরাধের কোন ক্ষমা নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের ঘটনা যেকোনো জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। সিসিটিভির ব্যবস্থা থাকা উচিত। একইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা উচিত “।
হাসপাতালের চিকিৎসকের যদি নিরাপত্তা না থাকে তাহলে বাকি রাজ্যের বাকি মহিলাদের নিরাপত্তা কোথায়? আরজিকর ইস্যুতে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে। যদিও একটি ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজ্য তথা দেশের নারীদের নিরাপত্তা হীনতার কথা মানতে নারাজ বাংলার মহারাজ। তিনি আরো বলেন, “এই ঘটনা দিয়ে সবকিছুকে বিচার করা উচিত নয়। ভারত এবং বাংলার মহিলাদের জন্য নিরাপদ। তা সত্ত্বেও এরকম কোন ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে নিরাপত্তা আরো বাড়াতে হবে”।