আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- আর জি কর মেডিকেল কলেজের(RG Kar Medical College) এক পড়ুয়াকে নৃশংস ভাবে খুনের ঘটনায় রাজ্য জুড়েই প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসকেরা। কার্যত ওই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। তাই আর জি কর মেডিকেলের ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন চিকিৎসকরা। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি(Maynaguri) গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা একটি প্রতিবাদ মৌন মিছিল করেন। এদিন হাসপাতাল থেকে মিছিল বের করে ময়নাগুড়ি শহর পরিক্রমা করে হাসপাতালে শেষ হয়। সাময়িক কর্মবিরতি রেখে সকল স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকরা মিছিলে পা মেলান। এই বিষয়ে এক চিকিৎসক বলেন, ” একজন মহিলা চিকিৎসক ডিউটি করার সময় যেভাবে নৃশংস ভাবে খুন হলো এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার পর থেকে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক। না হলে আগামী দিনে আমরা কর্মবিরতি রাখতে বাধ্য থাকবো।”