আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- আরজিকর হাসপাতালে(RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে(Sandip Ghosh) রবিবার সকালে আরো একবার সিবিআই এর জেলার মুখে পড়তে হয়। সন্দীপ ঘোষকে সিবিআই তিন দিন ধরে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারী সংস্থা প্রাক্তন এই অধ্যক্ষকে জেরা করে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন। সন্দীপ ঘোষকে গত শুক্রবার থেকে জেরা করা শুরু করেছেন তদন্তকারী সংস্থা। সিবিআই এর তলবে তিনি প্রথমে সিজিও কমপ্লেক্সে জাননি। তাই রাস্তা থেকেই সন্দীপ ঘোষকে সিবিআই তুলে নিয়ে গিয়েছিল সেই থেকেই জেরা চলছে।
গতকাল ১৩ ঘন্টা জেরার মুখোমুখি হয়ে বিধ্বস্ত অবস্থায় সিজিও কমপ্লেক্স থেকে তাকে বেরতে দেখা যায়। রবিবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছানো মাত্রই সাংবাদিকরা তাকে ছেঁকে ধরলে কোন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ভেতরে ঢুকে যান। তবে সন্দীপ ঘোষের চোখ মুখ ফোলা, চোখের তলায় কালি পড়ে গেছে বলে মনে হচ্ছে।
সিবিআই এর তরফ থেকে বেশ কিছু নথি তার কাছ থেকে চাওয়া হয়েছে। চিকিৎসকের মৃত্যুর পরেই কেন তাড়াতাড়ি চারতলায় সংস্কারের কাজ শুরু হয়েছিল? মৃত চিকিৎসকের বাবা মাকে কেন বসিয়ে রাখা হয়েছিল? এইরকম একাধিক প্রশ্ন তাকে করা হয়েছে বলে জানা গেছে।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষের নামে একাধিক অভিযোগ শোনা যাচ্ছে। তিনি কি করে এত ক্ষমতাশালী হয়ে ওঠেন? কতটা তিনি প্রভাবশালী? তার মাথার ওপর কি কারুর হাত আছে? যদি থাকে তিনি কে? এইরকম আরো বেশ কিছু প্রশ্ন তাকে করা হতে পারে। কিন্তু চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তিনি কতটা আলোকপাত করতে পারেন ওয়াকিবহল মহলে সেই প্রশ্নই ঘোরাফেরা করছে।