আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- একুশে জুলাই ডিউটি করে ফেরার পথে চন্দননগর পুলিশ কমিশনারেটের উত্তর পাড়া ট্রাফিক গার্ডের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কৃষ্ণ মালিক। পথ দুর্ঘটনায়(Road Accident) নিহত হলেন।মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৪ বছর। দুর্ঘটনাটি ঘটে সুগন্ধা গটুর অমরপুর মাঠের কাছে। সেখানে হাই ড্রেনের কাজের জন্য রাস্তার ধারে পড়েছিল বালি পাথর এই কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন পোলবা থানার পুলিশ আধিকারিকরা এবং এরপর তাকে উদ্ধার করে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সোমবার দুপুরে চুঁচুড়া সদর হাসপাতালে ময়না তদন্তের পর দেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। কৃষ্ণ বাবুর মৃতদেহ চুঁচুড়া হসপিটাল হয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া পুলিশ লাইনে। সেখানে গান স্যালুট এবং ফুস্প স্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া।
শেষ শ্রদ্ধা জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ চন্দননগর কমিশনারেটের সকল ট্রাফিক থানা এবং লাইনের পুলিশ আধিকারিকরা,উত্তর পাড়ার ট্রাফিক ইসপেক্টর মির্জা সাবীর আলীবাগ,চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মান্ধাতা সাউ,আইসি রামেশ্বর ওঝা,জনাব শের আলি মন্ডল সহ বেশ কয়েকটি জিআরপি এবং রেলওয়ে পুলিশ প্রটেকশন আরপিএফ এর পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিল।মৃতদেহ শেষ শ্রদ্ধার পর চুঁচুড়া পুলিশ লাইন হয়ে তার সুগন্ধার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর অন্যান্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পর চন্দননগর বরাইচন্ডীতলা শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয় সোমবার রাত ৭ তায়। মৃত্যুকালে রেখে গেলেন এক ছেলে,এক মেয়ে এবং তার বউকে। শোক স্তব্ধ হয়ে পরলেন তার বাড়ি সহ গ্রামের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং চন্দননগর কমিশনারেটের বিভিন্ন পুলিশ আধিকারিকরা।