Road Accident

আপডেট প্রতিদিন, হুগলি, বেবি চক্রবর্ত্তী:- যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে(Accident) গুরুতর আহত হয় কমপক্ষে সাত থেকে আট জন l ঘটনাটি ঘটে বুধবার গোঘাটের বেঙ্গাই এলাকায় l জানা যায় যাত্রীবাহী বাসটি এই দিন কোতুলপুর থেকে আরামবাগ যাচ্ছিল l সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেঙ্গায় এলাকায় একটি পিকআপ ভ্যান কে সজরে ধাক্কা মারে l ধাক্কা মারার ফলে পিক আপ ভ্যানটি নয়ন জুলিতে পড়ে যায় l এরপরে বাসটি রাস্তার ধারে নেমে যায় l তৎক্ষণাৎ এলাকার মানুষেরা যাত্রীবাহী বাসে থাকা যাত্রীদের কে উদ্ধার করে, দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে l স্থানীয় এলাকার মানুষেরা যারা প্রত্যক্ষ সেখানে ঘটনাটি সাক্ষী হিসেবে ছিলেন তারা জানান যে কোতুলপুর থেকে আরামবাগের দিকে বাসটি আসছিল এবং আরামবাগ থেকে পিকআপ ভ্যানটি কোতুলপুরের দিকে যাচ্ছিল l

সে অবস্থায় নয়নজুরির কাছে স্বঝরে পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারে বাসটি l এর ফলে একটি বিকট শব্দে পরিণত হয় l আমরা তৎক্ষণাত তড়িঘড়ি করে ওই জায়গায় যাই ,গিয়ে দেখি পিকআপ ভ্যানটি উল্টে পড়ে গেছে এক সাইডে l গাড়িটি রাস্তার একধারে হয়ে গেছে, গাড়ির যাত্রীরা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করে পঞ্চায়েত সমিতিতে জল দেওয়ার ব্যবস্থা করা হয় l তারপর আরামবাগ হাসপাতালে খবর দেওয়াই, তারা যাত্রীদেরকে উদ্ধার করে নিয়ে যায় l ড্রাইভার ও বিরাট ভাবে জখম হয়েছে তাকেও আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে l