আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী, কলকাতা:- ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিয়ালদহে গিয়ে তিনি উল্লেখ করেন, একাধিক ট্রেনের কোচ বাড়ানো হয়েছে, যাতে অনেক বেশি যাত্রী যাতায়াত করতে পারে। তিনি জানান, শিয়ালদহ স্টেশনে(Sealdah Station) ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্ম ও রেল কোচ বাড়ানোর দরকার ছিল। এবার সেখানে তিন লক্ষ অতিরিক্ত যাত্রী চলাচল করতে পারবে। এছাড়াও আজিমগঞ্জ কাশিমবাজার ট্রেন চালুর কথাও জানিয়েছেন তিনি।এদিনের অনুষ্ঠানেই স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, রেলমন্ত্রীকে সেই দাবি জানানো হয়েছে। তিনি বলেন, মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। সর্বস্বান্ত হওয়া মানুষ একদিন এসে ভিড় করেছিলেন শিয়ালদহ স্টেশনে। সেদিন যাঁর তত্ত্বাবধানে,এই স্টেশন তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই আজ রেলের একটি বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দাবি জানিয়েছি। তিনি বলেছেন, ‘আমি বিষয়টা দেখব।’” বিজেপির দাবি, শিয়ালদহ স্টেশনের নাম বদলে করা হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।