Tarakeswar

আপডেট প্রতিদিন, হুগলি, বেবি চক্রবর্ত্তী:- শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ। হুগলির তারকেশ্বরের(Tarakeswar) পথে শনিবার থেকেই বেড়েছে শিব-ভক্তদের ভিড়। ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে মন্দিরে যান ভক্তরা। আর সেই ভক্তদের সেবা করতে এগিয়ে এলেন মাবুদ আলি, সঈদ উজ্জামানরা। বৈদ্যবাটি বা শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রবিবার দুপুর থেকেই তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছেন লক্ষ লক্ষ পূণ্যার্থী।পরম যত্নে তাঁদের সেবা করতে দেখা গেল মাবুদ,সঈদদের।কেউ ৩০ কিলোমিটার, কেউ ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে যাচ্ছেন ওই মন্দিরে। শ্রাবণ মাসে এই রীতি মেনে কাঁধে বাঁক নিয়ে অনেকেই যান তারকেশ্বরে।

tarakeswar

পথে কেউ এগিয়ে দেন খাবার, কেউ দেন জল। রবিবার দেখা গেল পায়ে ব্যাথা কমানোর ওষুধ দিচ্ছেন মাবুদ আলি, দিচ্ছেন জল, বিস্কুটও।মাবুদ আলি মনে করেন বাংলা হল সম্প্রীতির জায়গা আর মানব সেবাই হল আসল ধর্ম। তাই কোন ধর্মের মানুষকে সেবা করছেন, তা আলাদা করে ভাবেন না তিনি। এর মানুষের সেবা করেই পৃথিবী ত্যাগ করতে চান মাবুদ। তিনি বলেন, “কে কী ফতোয়া দিল, তাতে আমি গুরুত্ব দিই না। অনেক কষ্ট করে ওরা যাচ্ছে। ৮-১০ ঘণ্টা খালি পায়ে হাঁটছে। এই বিশ্বাসটাই তো বড় কথা।” ধর্মের প্রতি এই বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছে মাবুদ আলিকে। তাই ডানকুনি থেকে মানুষের সেবা করতে তিনি ছুটে গিয়েছেন তারকেশ্বরে। তাঁর কথায়, ‘যে যার ধর্ম, সে তার মতো পালন করুক। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আসল ধর্ম।’