আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- রাজ্যে ফের ভোট। ১০ জুলাই পশ্চিমবঙ্গের(West Bengal) যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মানিকতলা ,বাগদা, রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই চারটি কেন্দ্রে সকাল ৭ টা থেকে হবে ভোট গ্রহণ। প্রথমে ঠিক হয়েছিল চার কেন্দ্রের জন্য ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।গত শনিবার আরও ১৫ কোম্পানি বাড়িয়ে আধা সেনার সংখ্যা করা হয়েছে ৭০ কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি ২০ কোম্পানি মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগণা বাগদা কেন্দ্র। এখানে প্রাথমিকভাবে বরাদ্দ ১৬ কোম্পানির সঙ্গে চার কোম্পানি সীমান্ত রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। রানাঘাটে প্রথমে ১৫ কোম্পানি বাহিনী নিয়োগ করার কথা জানানো হয়েছিল। সেখানে ইন্দো তিব্বত পুলিশের আরও চার কোম্পানি পাঠানোয় মোট সংখ্যা দাঁড়াচ্ছে ১৯ কোম্পানি। রায়গঞ্জে প্রাথমিকভাবে বরাদ্দ ১২ কোম্পানির সঙ্গে যোগ দিচ্ছে আরও চার কোম্পানি সিআরপিএফ। মানিকতলা কেন্দ্রে বাড়তি তিন কোম্পানি সীমা সুরক্ষা বল পাঠানোর সিদ্ধান্ত হওয়ায় সেখানে মোট বাহিনী থাকছে ১৫ কোম্পানি।


এখানে অন্যতম কেন্দ্রটি হল উত্তরবঙ্গের রায়গঞ্জ। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন রায়গঞ্জ কেন্দ্রে, কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই বছর ২০২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে লড়ার কারণে পদত্যাগ করেছিলেন বিধায়ক পদ থেকে, এই কারণেই এই অকাল উপনির্বাচন।লোকসভা নির্বাচনে বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন তিনি , তাই পুনরায় বিধায়ক পথ প্রার্থী হয়ে আবার নির্বাচনে লড়াই কৃষ্ণকল্যাণীর। কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে লড়াইয়ে আছেন বিজেপি প্রার্থী প্রাক্তন তৃণমূলী মানস ঘোষ, বাম-কংগ্রেস জোটের প্রার্থী প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত ও আরো কেউ কেউ। রায়গঞ্জের পৌরসভা সমেত পাঁচটি অঞ্চলের ২১২টি বুথে ২ লক্ষ ৬৯০০ ভোটার ভোট দিয়ে নির্ধারণ করবে কে বিধায়ক হবেন। প্রহরায় থাকবে ষোল কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ বিকেল পর্যন্ত ২১২টি বুথেই ভোট কর্মীদের পাঠানো হয়ে গেছে। প্রতি বুথে চারজন ভোট কর্মী দুজন পুলিশ কর্মী আর কেন্দ্রীয় বাহিনী থাকবে বাইরে। তবুও ভোট কর্মীরা জানাচ্ছেন তারা আতঙ্কেই রয়েছেন ,ব্যবস্থা যা হয়েছে দুজন পুলিশ কর্মী দিয়ে কতটা সম্ভব শৃঙ্খলা রক্ষা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এভাবেই চলবে ভোট পর্ব। একদিকে রাজ্যে হকার উচ্ছেদ আর অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য নিয়ে যেভাবে তৎপর রাজ্য সেই গরম হাওয়ার মধ্যে চলবে রাজ্যের উপনির্বাচন। এই ভোটের হাওয়ার পাল্লা কোনদিকে থাকে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।