West Bengal Update

আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- দাদাদের জ্বালাতনে হিমশিম খাচ্ছেন? তৃণমূলের ছাতার তলায় থেকে নির্যাতন করছে ছেলেরা? তবে এই খবর জানিয়ে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।পাড়ায় গুন্ডামির খবর জানাতে একটি হোয়াটস্যাপ নম্বর দিয়েছেন অভিষেক। এই নম্বরের মাধ্যমেই পাড়ার দাদাদের গুন্ডামির ভিডিও পাঠিয়ে নালিশ জানান যাবে। সেই ভিডিও তৎক্ষনাৎ পাঠান হবে পুলিশকে। এবার ঘটনা যাচাই করার পরে সত্যতা প্রমাণ হলে পুরস্কৃত করা হবে ভিডিও দাতাকে বলে জানিয়েছেন অভিষেক।

Abhisekh Banerjee

শুধু তাই নয়, ভিডিও দাতার সমস্ত সুরক্ষার দায়িত্বও তৃণমূল সরকার নেবেন। এই নম্বরের একটি হোয়াটস্যাপ চ্যানেলেও খোলা হয়েছে ইতিমধ্যেই।পুলিশকে বলা হয়েছে তার মধ্যে যদি দেখা যায় সেই অভিযোগটা ঠিকঠাক তবে তার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়া হবে।মূলত দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেল্প লাইন নম্বর চালুর পর দেখা গিয়েছে সাতগাছিয়া সহ কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। কোনও মতেই দুর্নীতিকে প্রশয় দেওয়া যাবে না।ফোন নম্বর টা হলো ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অভিযোগ জানান যাবে।