আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মানবিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো যুবশ্রী(Yuvashree Prakalpa)। এই প্রকল্পে রাজ্যের কর্মসংস্থান না হওয়া বেকার যুবক-যুবতীদের ভাতা প্রদান করে রাজ্য সরকার। এবার এই যুবশ্রী প্রকল্পকে ঘিরেই বিক্ষভে শামিল হল উপভোক্তারা। সোমবার রায়গঞ্জের কর্ণজোরায় অবস্থিত জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র বা শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ কোন বিজ্ঞপ্তি ছাড়াই শুধুমাত্র ফোন মেসেজের মাধ্যমে তাদের ডেকে পাঠিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তারা আরো দাবী করেন ২০১৩ সাল থেকে দীর্ঘদিন যাবত এই ভাতা পেয়ে আসলেও বর্তমানে তাদের জানানো হয়েছে একই পরিবার থেকে একজনের বেশি উপভোক্তাকে এই ভাতা দেওয়া যাবে না।
এই মর্মে তাদের কাছ থেকে একটি মুচলেখাও চাওয়া হয়েছে। হঠাৎ করে এধরনের সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে ওঠেন উপভোক্তারা। তাদের কথায়, যদিও বিষয়টি নিয়ে শ্রমদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শুভঙ্কর সরকার জানান, এই প্রকল্পের উপভোক্তাদের পরিচয় নিয়ে কিছু গরমিল পাওয়া গেছে। সেটা খতিয়ে দেখতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে।