আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- মুম্বাই থেকে সোজা এন্টিলিয়ায় পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তাদের আশীর্বাদ দিতে উপস্থিত থাকবেন বাংলার প্রশাসনিক প্রধান। সঙ্গীত থেকে প্রযুক্তি জগতের রথী মহারথীরা উপস্থিত থাকবেন। মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে মুমবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বহু বিশিষ্ট মানুষের মধ্যে তিনিও একজন। কবে মুম্বাই যাবেন মমতা সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোন কিছুই জানা যায়নি। দিনকাল কাকে মুম্বাইতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অবশ্যই রাজনৈতিক প্রয়োজনে।

এর আগে ইশা আম্বানির বিয়েতে আমন্ত্রিত ছিলেন মমতা। আকাশের বিয়েতেও ঘটা করে আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ রক্ষা করেন নি মমতা। মুকেশ আম্বানির সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্কের কথা প্রায় সকলের জানা। বঙ্গবাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মুকেশ। দিদির সঙ্গে ভাই মুকেশের বিভিন্ন বিষয় নিয়ে শলাপরামর্শ হয়েছে। আর সেই সুসম্পর্কের তাগিদেই মমতা পেয়েছেন আমন্ত্রণ তা বলাই বাহুল্য। ইশার বিয়েতে সাদা শাড়ি এবং চপ্পলে সেজে একেবারে সাদামাটা রূপে উপস্থিত হয়েছিলেন মমতা। মমতার সেই সাজ মুহূর্তের মধ্যে হয়েছিল ভাইরাল। আম্বানির ছোট ছেলের বিয়ের আসরে আমন্ত্রিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।