আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- ২০২৪ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেস্টার ইস্ট আসনে জয় পেয়েছেন কনজারভেটিভ পার্টির সদস্য শিবানি রাজা।তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শপথ গ্রহণের ভিডিও শেয়ার করে শিবানি লিখেছেন, ‘লেস্টার ইস্টের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে শপথ গ্রহণ করতে পারা আমার কাছে সম্মানের। গীতার মাধ্যমে রাজা চার্লসের প্রতি আনুগত্য প্রকাশ করতে পেরে আমি সত্যিই গর্বিত।’
২০২২ সালে লেস্টার শহরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনাকে মাথায় রেখে লেবার পার্টির ভোট গ্রহণ চলে। সেখানে ১৪,৫২৬ ভোট পান শিবানি। ১০,১০০ ভোট পান রাজেশ। এরপর বিগত ৩৭ বছর ধরে লেবার পার্টির দখলে ছিল লেস্টার ইস্ট আসন। এবার সেই আসন ছিনিয়ে নিলেন বছর ২৯ এর ভারতীয় বংশোদ্ভূত মহিলা শিবানি। অন্যদিকে প্রতিপক্ষে ছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত রাজেশ আগরওয়াল। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত শিবানি। তিনি ব্রিটেনের নাগরিক হলেও ভারতীয় সংস্কৃতির প্রতি আস্থা বজায় রাখেন। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টে ২০২৪ সালে শিবানি ছাড়াও জয় পেয়েছেন আরও ২৭ জন ভারতীয়।