আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- ভক্তদের সুবিধার জন্য এবার বেলুড় মঠ(Belur Math) চালু হল ভূতল পার্কিং বা আন্ডার গ্রাউন্ড কার পার্কিং। আগামী শনি ও রবিবার মঠের পাশের এই পার্কিংটি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। কেন্দ্র ও রাজ্যের পর্যটন আধিকারিকদের উপস্থিতিতে এই ভূগর্ভস্থ কার পার্কিংর উদ্বোধন করেন মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতায় এই কার পার্কিংটি তৈরি করতে খরচ পড়েছে নয় কোটি টাকা। পার্কিংটিতে আড়াইশোর উপর চার চাকার গাড়ি ও প্রায় ২০০টি মোটর সাইকেল রাখতে পারবেন ভক্তরা। মঠে আসা ভক্তরা এই পার্কিংয়ে গাড়ি রাখলেও তাদের দিতে হবে না কোনও চার্জ।
তবে দানধ্যানের মাধ্যমে সেবা করতে পারবেন ইচ্ছানুযায়ী বলে জানা গিয়েছে। বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে যে এই পার্কিংয়ের উপর জিম-সহ একাধিক খেলার ব্যবস্থা থাকবে। শিশুরা শরীর গঠনের সুযোগ পাবে এখানে। করোনাকালের আগে মঠের উন্নয়নে কেন্দ্র সরকার শপিং মল, বেলুড় মঠ জেটিঘাট ও এই কার পার্কিংয়ের টাকা অনুমোদন করে। রাজ্যের সহযোগিতায় পার্কিংয়ের কাজ সম্পূর্ণ হলেও রাস্তা-সহ একাধিক উন্নয়নের কাজ এখনও বাকি বলে মঠ জানিয়েছে। আগামী দিনে জেটি ঘাটের রাস্তা ও পার্কিং জোনের রাস্তাটির উন্নয়নণ করা হবে।