আপডেট প্রতিদিন, জলপাইগুড়ি, বেবি চক্রবর্ত্তী:- বাবা জল্পেশ মন্দিরে(Jalpesh Mandir) দন্ডী কেটে কেটে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হলেন এক ব্যক্তি । জানা যায় ওই ব্যক্তির নাম বিশু রায়। সন্তান পাওয়ার আশায় মানত করেছিলেন এক ব্যক্তি জল্পেশ মন্দিরে বাবা ভোলানাথের কাছে । মানত পূরণ হওয়ায় এবার তা পূরণও করলেন ময়নাগুড়ির ছোট দোমোহনির এক ব্যক্তি। যা মানত করেছিলেন তাই করতে দেখা গেল । জানা গিয়েছে, বছর কয়েক আগে সন্তানের আশায় জল্পেশ মন্দিরে মানত করেছিলেন ছোট দোমোহানীর বিশু রায়। মানত করেছিলেন যে সন্তানের মুখ দেখলে দন্ডি কেটে কেটে বাবা ভোলানাথের কাছে যাবেন। ফলস্বরূপ এক কন্যা সন্তানের বাবা হন বিশু। যেই কথা তেমনি কাজ। এদিন তাকে দেখা গেল দন্ডি কেটে কেটে জল্পেশের উদ্দেশ্যে রওনা দিতে। সঙ্গে ছিল তার দাদা ও তার মেয়ে।