আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- প্যারিস অলিম্পিকে(Paris Olimpics) মানিকা বাটরার(Manika Batra) স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার মানিকা ফ্রান্সের পৃথিকা পাভাদেকে সরাসরি লড়াইয়ে হারিয়ে মহিলাদের সিঙ্গেল বিভাগে শেষ ১৬ তে পৌঁছে গেলেন। মনিকা জিতেছেন ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ গেমে। এই জয়ের ফলে মানিকা ভারতের প্রথম টেবিল টেনিস খেলোয়াড় হলেন যিনি সিঙ্গেলসে অলিম্পিকে শেষ ১৬ তে পৌঁছলেন। মানিকা এবং পাভাদের লড়াই প্রথম গেমে তুল্য মূল্য চলছিল। মানিকা, ৯-৯ হবার পর, আক্রমণাত্মক খেলা শুরু করলো ম্যাচ তাঁর হাতের মুঠোয় চলে আসো। মানিকা ১-০ এগিয়ে যান।
দ্বিতীয় গেমেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং ভারতীয় টেবিল টেনিস তারকা ২-০ এগিয়ে যান। এরপরে আর মানিকাকে থামানো যায়নি এবং তিনি ৪-০ ব্যবধানে খেলাটি জিতে জান। এছাড়াও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন, মানিকা, প্যারিস অলিম্পিকে ১৮ তম বাছাই ছিলেন। বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় তিনি ২৮ নম্বর। প্যারিস অলিম্পিকে তিনি জয়যাত্রা শুরু করেছিলেন ব্রিটেনের আন্না হারসেকে পরাজিত করে।