Paris Olympic

আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী :- প্যারিস অলিম্পিক্সে(Paris Olympic) ভারতের মনু ভাকের জোড়া পদক জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন।
প্যারিস অলিম্পিক্সে মনু ভাকের ভারতের একমাত্র ক্রীড়াবিদ যিনি একক সংস্করণে দুটি পদক জয়ী করেছেন। এবার আরো একটি বড় সম্মান পেতে চলেছেন ভারতের এই তারকা শ্যুটার। আগামী ১১ই আগস্ট প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের এই জোড়া পদক জয়ী মহিলা শ্যুটার ভারতের পতাকা বাহকের দায়িত্ব পেলেন।

Paris Olympic

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এক বিবৃতিতে মনুভাকেরের নাম জানানো হয়েছে। তবে পুরুষদের দলের হয়ে কে পতাকা বহন করবেন তার নাম এখনও ঘোষণা করা হয়নি। পুরুষদের মধ্যে এখনো পর্যন্ত সরবজ্যোত সিংই পদক জিততে পেরেছেন। প্যারিস অলিম্পিক্সে এখনো পর্যন্ত মনুই সবচেয়ে সফল ক্রীড়াবিদ। অলিম্পিক্সের ইভেন্ট শেষ হবার পরই পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন তিনি। তিনি বলেছেন, ” আমি সামনে তাকাতে চাই এখন থেকেই সামনে তাকাচ্ছি। আমি আরো কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করব। আমরা ভালো পারফরমেন্স করব পরেরবার। পরের অলিম্পিকসে আরো বেশি পদক জিতবো অবশ্যই পদকের রং বদলেও লক্ষ্য থাকবে”।