আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী:- তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। তাও তিনি অংশগ্রহণ করেছেন প্যারিস অলিম্পিকে(Paris Olympic)। মহিলাদের ফেন্সিং প্রতিযোগিতায় বিশ্বের ১০ নম্বর এলিজাবেথ টারটাভসকিকে পরাজিত করে গোটা বিশ্বকে অবাক করে দেন মিশরীয় নাদা হাফেজ। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের কাছে পরাজিত হন। পরাজিত হবার পর সমাজ মাধ্যমে নাদা নিজের গর্ভস্থ অবস্থায় কথা জানিয়ে পোস্ট করেন। এই অবস্থায় ফেন্সিং এর মত খেলায় অংশগ্রহণ করার ফলে বিশ্ব ক্রীড়া মহল জুড়ে শোরগোল পড়ে যায়। অনেকেই তার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। কোরিয়ান প্রতিপক্ষের কাছে পরাজিত হলেও নাদার আগ্রাসী মনোভাব সবার নজর কেড়েছে।