আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- কলকাতার ফুটবল ইতিহাসের শততম ডার্বি খেলতে শনিবার কলকাতার দুই প্রধান ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়েন্টস মুখোমুখি হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। গ্রুপ বি-র এই খেলার আগে মোহনবাগান তাদের দুটি খেলাই অমীমাংসিত ভাবে শেষ করেছে অপরদিকে ইস্টবেঙ্গল তাদের দুটি খেলাতেই জিতেছে। খেলার প্রথম থেকেই ইস্টবেঙ্গলের প্রাধান্য লক্ষ্য করা যায় মোহনবাগানের আক্রমণ কখনোই দানা বেঁধে ওঠেনি।

ইস্টবেঙ্গল দুটি সহজ সুযোগ হাতছাড়া করে প্রথমার্ধ শেষ করে গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামেন পরিবর্ত খেলোয়াড় শায়ন ব্যানার্জি এবং ডিফেন্সে সার্থক গুলোই। লাল হলুদের আক্রমণ আরো ক্ষুরধার হতে থাকে। খেলার ৫০ মিনিটে বক্সের ভেতর থেকে জোরালো শট থেকে গোল করেন পিভি বিষ্ণু। খেলার ৬৫ মিনিটে সঙ্ঘবদ্ধ আক্রমন থেকে দ্বিতীয় গোল করেন জেসিন টিকে। দুই গোলে এগিয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গল নিজেদেরকে একটু গুটিয়ে নেয় সেই সুযোগে মোহনবাগান আক্রমণে উঠে আসে।

খেলার ৭৭ মিনিটের সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। ১০ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান মরিয়া চেষ্টা করতে থাকে গোল সোধ করার উদ্দেশ্যে। ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড়রা অবশ্য খুব সতর্ক থাকেন। ইনজুরি টাইমের সময় জটলা থেকে মোহনবাগানের হয়ে একমাত্র গোলটি করেন সোহেল ভাট। ইস্টবেঙ্গল ২ – ১ গোলে জয়ী হয় তাদের তৃতীয় খেলায়। আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন পিভি বিষ্ণু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *