আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী কলকাতা১৪ই ডিসেম্বর :- প্রাক্তন আরজি কর অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পুলিশ আধিকারিক অভিজিৎ মণ্ডলকে কলকাতা আর্জিকর ধর্ষণ-খুন মামলায় জামিন দেওয়া হয়েছে। অভিযুক্তদের জামিন পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। আদালতের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করে ছাত্রী ডাক্তারের বাবা বলেন, আদালতের সিদ্ধান্তে এটা স্পষ্ট হয়ে গেছে যে সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না।একই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা আবারও আন্দোলন ও প্রতিবাদের ঘোষণা দিয়েছেন।৯০ দিন পরেও, সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে পারেনি।এ কারণে আদালত জামিন দেন। জেল থেকে মুক্তি পেয়েছেন অভিজিৎ মণ্ডল।অন্যদিকে, আরজি কর জুনিয়র চিকিৎসকরাও সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, ৯০ দিন পার হলেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে পারেনি।সিবিআইকে তার ব্যর্থতার দায় নিতে হবে, কেন সিবিআই চার্জশিট দিতে পারল না?নাগরিক সমাজকে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন,শনিবার জুনিয়র ডক্টরস ফ্রন্টের সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পরবর্তী আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।