আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী১০ই জানুয়ারি :- প্রতিবারের ন্যায় এবারেও আউট্রাম ঘাটের ট্রানজিট পয়েন্টে গঙ্গাসাগর মেলার শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনের শুরুতে বীর পরিব্রাজক, যুগশ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন। পাশাপাশি জলপথে যাতায়াত ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ভারতবর্ষের প্রথম এন জি ইলেকট্রিক ফেরি ভেসেল, ‘ঢেউ’-এর উদ্বোধন করেন তিনি। এই উদ্যোগ যেমন উপকৃত করবে পরিবেশ, ফেরি ব্যবস্থা ও অর্থনীতিকে তেমনই পরিবেশ দূষণের মাত্রা কমাতে বিশেষ সাহায্য করবে এবং যাত্রীদের দেবে সম্পূর্ণ সুরক্ষা, আরো বেশি স্বাচ্ছন্দ্য। এছাড়াও, রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবায় নতুন মাত্রা সংযোজন করে, ২৫টি ৫,০০০ লিটার মাউন্টেড পাম্প ফায়ার ইঞ্জিন, ২৫টি ২,৫০০ লিটার মাঝারি মাপের অগ্নিনির্বাপক গাড়ি এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে দমকল কেন্দ্রের।

এদিন তিনি বলেন যে, আমাদের সরকার ইতিহাস প্রখ্যাত গঙ্গাসাগর মেলার যে সুন্দর আলেখ্য রচনা করেছে, আমি আশাবাদী তার সুবিধা পাবেন সকল পুণ্যার্থী। স্বাস্থ্য থেকে সুরক্ষা, পরিবহন থেকে প্রশাসনিক – সবকিছুর সুব্যবস্থা করা হয়েছে। নিয়ম মেনে, এই পুণ্য স্নানে অংশগ্রহণ করুন। আমাদের সরকার আপনাদের সেবায় দিবারাত্রি নিয়োজিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *