বেবি চক্রবর্ত্তী হুগলী :- বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে তরজা বাংলাদেশ কখনো ভারত দখলের হুমকি দিচ্ছে কখনো আবার ভারত গিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিচ্ছে এমতাবস্থায় এবার হুঙ্কার ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর। সাফ বললেন, বাংলাদেশ যদি ভারতবর্ষের একমুঠো মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে কবজি কেটে নেব। তবে শুধু বাংলাদেশ নয়, যে কোনও দেশ ভারতের দিকে আঙুল তুললে আঙুল কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। এখানেই না থেমে সুর চড়ান পাকিস্তানের বিরুদ্ধেও। আক্রমণের ধার বাড়িয়ে বলেন, যদি পাকিস্তান-বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করে তবে বলব সেদিন চলে গিয়েছে।

দুই দেশেরই সংখ্যালগু ও সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বসবাস করুক এটাই চাই।তাঁর দাবি, আমাদের সুখ, শান্তি, ঐক্য নষ্ট করার চেষ্টা করছে কিছু অসৎ চরিত্রের রাজনৈতিক নেতা। সেই চেষ্টা ব্যর্থ হবে। তাঁর কথায়,দুই দেশের মধ্যে যাঁরা উষ্কানিমূলক মন্তব্য করছে তারা কখনও দেশের ভাল চাইছে না। যারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন তাঁদের আমরা পাত্তা দিচ্ছি না। বর্ডারে বেড়েছে টহল। যে জায়গায় এখনও কাঁটাতারা ছেদ রয়েছে সেখানেও নেওয়া হচ্ছে ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *