বেবি চক্রবর্ত্তী কলকাতা :- আজই দলীয় সাংসদদের সঙ্গে সংসদে যান রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। দিল্লির দলীয় কার্যালয়েও যাওয়ার কথা তাঁর।সূত্রের খবর, আরজি কর কাণ্ডের পর তাঁর প্রতিবাদের ধরনে ভুল ছিল বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে স্বীকার করে নিয়েছেন সুখেন্দুশেখর। এর পরই বরফ গলেছে। সুখেন্দুশেখর রায়ের প্রতি দলের শীর্ষ নেতৃত্বের মনোভাবও নমনীয় হয়েছে।তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীকে চিঠি লিখে সুখেন্দুশেখর লিখেছেন,যা করেছি, ভুল করেছি। কোথাও ছেড়ে আপনাকে যাব না। আমার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। দিল্লিতে রাজ্যসভার সাংসদদের বৈঠকে যোগ দেন সুখেন্দুশেখর। সূত্রের খবর, সাত দিন আগে তিনি কুণাল ঘোষের সঙ্গে কথা বলেন। গোটা বিষয় নেত্রীকে জানাতে প্রবীণ সাংসদকে পরামর্শ দেন তিনি। এর পরই দলনেত্রীকে চিঠি লেখেন তিনি।