আপডেট প্রতিদিন,বেবি চক্রবর্ত্তী কলকাতা ২ জানুয়ারি :- বৃহস্পতিবার সকালে মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা। তাঁর নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার দুই সদস্যকে তড়িঘড়ি মালদা যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।সেই সঙ্গে দলের নেতা খুনে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের গাফিলতিতে এই ঘটনা বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।মালদায় তৃমমূল নেতা খুনে শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, “আমার ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকারকে আজ খুন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই তিনি (এবং তাঁর স্ত্রী চৈতালী সরকার) দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং বাবলা কাউন্সিলরও নির্বাচিত হয়েছেন।

ঘটনাটি জানার পর আমি দুঃখিত এবং অত্যন্ত মর্মাহত। অবিলম্বে দোষীদের বিচার করতে হবে। আমি এতটাই মর্মাহত এবং দুঃখিত যে আমি কীভাবে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাব জানি না। ঈশ্বর চৈতালীকে বেঁচে থাকার এবং যুদ্ধ করার শক্তি দিন।উল্লেখ্য, বৃহস্পতিবার সাতসকালে মালদায় গুলিবিদ্ধ হন তৃণমূল কাউন্সিলার তথা প্রাক্তন দলের জেলা সভাপতি ও বর্তমানে জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। মালদায় অত্যন্ত দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত দুলাল সরকার ওরফে বাবলা। কে বা কারা তার তার উপর গুলি চালাল তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *