আপডেট প্রতিদিন,বেবি চক্রবর্ত্তী ৬জানুয়ারি :- দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার দুপুরে দেশে ফিরলেন ভারতের ৯৫ জন এবং বাংলাদেশের ৯০ জন মৎস্যজীবী। রবিবার দুপুরে বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের মধ্যে বন্দী বিনিময় হয়। প্রসঙ্গত উল্লেখ্য গত নভেম্বর মাসে ডায়মন্ড হারবারের ছটি ট্রলার বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ৯৫ জন মৎস্যজীবীকে বন্দী করা হয়। এমনকি তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছিল। এর পাশাপাশি ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং তাদের দুটি ভেসেল জল সীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। এই ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের ছাড়ার জন্য কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করেন।
সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন ” শনিবার সকালে কাকদ্বীপ থেকে ১২ জন এবং উড়িষ্যায় আটকে থাকা ৭৮ জন হলদিয়ায় বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে ৯০ জন বাংলাদেশী মৎস্যজীবী ফিরবেন বাংলাদেশে। অন্যদিকে বাংলাদেশের জেল থেকে ইতিমধ্যেই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর মুক্তি পেয়েছেন”। ভারতীয় মৎস্যজীবীদের ঘরে ফেরার খবর পেয়ে তাঁদের পরিবারগুলির মধ্যে খুশির পরিবেশ দেখা গেছে।