আপডেট প্রতিদিন, বেবি চক্রবর্ত্তী৫ই জানুয়ারি :- কথা হল আমাদের অমূল্য রত্ন। কোন রূপ কথার গল্প নয়। পথ চলতি মানুষের ভীড়ে আজও প্রতিবন্ধকতা উপেক্ষা করে দাঁড়িয়ে বাংলায় পরিচিত রূপকথা পত্রিকা ও প্রকাশন। এই বাংলা সাহিত্য পত্রিকার ১৮ তম বার্ষিকী অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার পিয়ালী গোপাল রায়ের বাগান বাড়িতে। এদিন এই সাহিত্য সভায় গুণীজনদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — এই অনুষ্ঠানে সাহিত্যজগতের তিনজন গুণী মানুষকে ‘ সূর্য-সবিতা স্মৃতি রূপকথা সম্মান ২০২৫ ‘ কবি শুদ্ধেন্দু চক্রবর্তী , অনুবাদক কবি বেবি কারফরমা এবং কবি সুজাতা হালদার। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গানের মাধ্যমে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মোহর মণ্ডল।
এছাড়াও আবৃত্তি করেন অভিনেত্রী স্বাতী রায়।এদিন স্বরচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি অধীরকৃষ্ণ মণ্ডল, কানাইলাল জানা,অলোক বিশ্বাস, অমিত কাশ্যপ, সুকুমার হালদার,বিধান নস্কর, বিমলকুমার থানদার,নিখিল মণ্ডল, শমিতা সেনগুপ্ত দেরায়,সোমা চন্দ,নিরঞ্জন মণ্ডল, তাপস মিস্ত্রী, বেবী চক্রবর্তী,সুদীপ্তচন্দ্র মল্লিক, মৃত্যুঞ্জয় মণ্ডল প্রমুখ। এই সামগ্রিক অনুষ্ঠান পরিচালনা করেন রূপকথা প্রকাশনের কর্ণধার ও কবি প্রবীর মণ্ডল।