আপডেট প্রতিদিন, হুগলি, বেবি চক্রবর্ত্তীঃ- মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান কাঁচা আনাচ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বেড়েই চলেছে। এতে সমস্যা হচ্ছে সাধারণ জনগণের। তাই কাঁচা আনাচ সবজির দাম এবং মাছ মাংসের দাম আগামী ১০ দিনের মধ্যে কমাতে হবে এবং নির্দেশ দেন প্রত্যেক জেলার বিভিন্ন বাজার এবং হাটে পৌরসভা থেকে শুরু করে টাস্ক ফোর্স এবং পুলিশ প্রশাসনকে ভিজিট করতে হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ আসার পর হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়ার বিভিন্ন বাজার মল্লিকাশিম হাট থেকে শুরু করে খড়ুয়া বাজার বিভিন্ন জায়গায় চুঁচুড়া থানাকে সঙ্গে নিয়ে টাস্ক ফোর্সের অফিসারেরা ভিজিট করেন এবং প্রতিটি সবজি বাজারের দাম কেমন তা জিজ্ঞাসা করেন একই সঙ্গে দাঁড়িপাল্লা চেক করেন। বেশ কয়েকজনের দাড়িপাল্লা বাজেয়াপ্ত করেন প্রশাসন। দুই একজন সবজি দাম একটু বেশি নেওয়ার কারণে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। পাশাপাশি একই সঙ্গে টাস্ক ফোর্সের অফিসারেরা জানান আগামী দিনেও এই অভিযান চলবে।

By ADMIN