আপডেট প্রতিদিন, কলকাতা, বেবি চক্রবর্ত্তী:- আর জি কর হাসপাতালের(RG Kar Hospital) তদন্তে কলকাতা এসে পৌঁছাল সিবিআইয়ের(CBI) বিশেষ দল (RG Kar incident – CBI)। সাত জনের প্রতিনিধি দল বুধবার কলকাতায় এসে পৌঁছায়। সূত্রের খবর, এই দলের মধ্যে ফরেনসিক এক্সপার্ট এবং মেডিকেল অফিসার রয়েছেন। সূত্রে খবর এদিন আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছাবেন সিবিআই আধিকারিকরা। তার আগে কেস টেকওভারের যে প্রক্রিয়া সেটা কমপ্লিট করা হবে।প্রথমে সিজিও কমপ্লেক্স এসে পৌঁছায় সিবিআই টিম।